মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ পৌরসভায় জাতীয় শোক দিবস পালিত
কামরুজ্জামান টুটুল ॥

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।

এ দিন সকালে পৌর মেয়রের নেতৃত্বে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাজীগঞ্জ পৌরসভা থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।

আওয়ামী লীগ নেতা কাজী মোঃ জসিম উদ্দিনের সভাপ্রধানে আলোচনা সভায় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ মফিজুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন। কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন মোহসীন ফারুক বাদল, পৌর এসেসর মোঃ আবু ইউছুফ, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন প্রমুখ।

পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনির সঞ্চালনায় বক্তব্য শেষে জাতির পিতাসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, আজাদ মজুমদার ও রোকেয়া বেগম, মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোঃ নুরুন্নবী সুমন তপাদার, কাউন্সিলর কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, মোঃ বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মোঃ শাহআলম, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমুন নাহার ঝুমুসহ সকল কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়