মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭

বিকেএসপিতে সুযোগ পেলেন চাঁদপুরের ক্রিকেটার তাহমিদ ইসলাম জিদান

চৌধুরী ইয়াসিন ইকরাম
বিকেএসপিতে সুযোগ পেলেন চাঁদপুরের ক্রিকেটার তাহমিদ ইসলাম জিদান

ঢাকার বিকেএসপিতে সুযোগ পেলো চাঁদপুরের বয়সভিত্তিক ক্রিকেটার মো. তাহমিদ ইসলাম জিদান। বর্তমানে সে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে অনুশীলন করছে। একজন অলরাউন্ডার হিসেবে সে ক্রিকেট খেলছে। তিনি ডান হাতে ব্যাটিং এবং ডান হাতেই অফস্পিন বোলিং করে থাকেন। তার বাবার নাম অ্যাড. আমিরউদ্দিন ভুইয়া মন্টু (সাবেক এপিপি ও চাঁদপুর কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক) এবং মাতা মনিক রৌশনারা। সে পড়াশোনা করছে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে। দু ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তার বড়ো ভাই ফরহাদ বিন আমির জয় পড়াশোনা করছেন ঢাকা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। আগামী সপ্তাহে বাংলাদেশের সবচেয়ে বড়ো ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে ভর্তি হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তাহমিদ ইসলাম জিদান দেড়মাস আগে ক্রিকেট কোচ পলাশ কুমারের সাথে চট্টগ্রাম বিকেএসপি মাঠে যান ১ দিনের বাছাই কার্যক্রমে। সেখানে কোচ মন্টুসহ নির্বাচকদের নজরে পড়ে। এরপর সেখানে ৪দিনের অনুশীলনে অংশ নিয়ে চাঁদপুর চলে আসে। এক সপ্তাহ আগে মুঠোফোনের মাধ্যমে জানতে পারে সে তার স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

জিদান ২০১৯ সালে তার বড়োভাই ফরহাদ বিন আমিরের সাথে এসে ভর্তি হয় ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে। সেখানেই সে নিয়মিত একাডেমীর প্রধান কোচ শামিম ফারুকী, কোচ পলাশ ও রাজনের মাধ্যমে অনুশীলন করে। জেলার বয়সভিত্তিক ক্রিকেট দলের হয়েও জেলার বাইরে প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া ক্লেমন একাডেমীর হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলায় নোয়াখালী,কুমিল্লা ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার ক্রিকেট দলের সাথে খেলে।

জিদানের সাথে এ প্রতিবেদককের শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে কথা হলে সে জানায়, আমার ছোটকাল থেকেই ইচ্ছা বিকেএসপিতে ভর্তি হওয়ার। আর খেলাধুলায় বড়ো ভাইয়া, বাবা ও মায়ের অনেক সহযোগিতা ছিলো ও আছে। সর্বোপরি কোচদের সহযোগিতায় আমি খেলাধুলা চালিয়ে যাচ্ছি। আমি যাতে আমার লক্ষ্য নিয়ে ক্রিকেট খেলায় এগিয়ে যেতে পারি, জাতীয় পর্যায় পর্যন্ত যেতে পারি এজন্যে সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি। আমি যে একাডেমী থেকে অনুশীলন শুরু করেছি সে একাডেমী থেকেই জাতীয় পর্যায়ে শামিম পাটওয়ারী ভাই, মাহমুদুল হাসান জয় বিপিএল সহ ঢাকার অনেক ক্লাবেই খেলছেন। আমিও জয় এবং শামিম ভাইয়ের মতো ভালো ক্রিকেট খেলতে চাই।

জেলার ক্রিকেট কোচ শামিম ফারুকী এ প্রতিবেদককে বলেন, ও ছোট থেকেই ক্রিকেটের প্রতি অনেক আন্তরিক। খেলাধুলায় সে আগামীতে ভালো করবে বলে আশা করি।

ক্রিকেট কোচ পলাশ কুমার সোম এ প্রতিবেদককে বলেন, আমাদের একাডেমীর হয়ে জিদান বিভিন্ন দলের সাথে খেলেছে। বিভাগীয় পর্যায়ের বাছাই কার্যক্রমে অংশ নিয়ে ভালো পারফরমেন্স করায় সুযোগ পেয়েছে বিকেএসপিতে। আমরা দোয়া করি, সে যেনো তার স্বপ্ন পূরণ করতে পারে।

তাহমিদ ইসলাম জিদানের বাবা এ প্রতিবেদককে বলেন, আমরা পারিবারিকভাবে অনেক খুশি। আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। সকলের দোয়ার কারণেই সে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আমার ছেলে যেনো ভালো মানের ক্রিকেটার হতে পারে এ জন্যে আমি সকলের কাছে দোয়া চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়