প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯
রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের নেতা শিলাকে নৃশংসভাবে হত্যা
রাঙামাটির কাউখালী উপজেলায় শিলা (৩৫) নামে এক তৃতীয় লিঙ্গের নেতাকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
|আরো খবর
তৃতীয় লিঙ্গের নেত্রী থেকে স্টেজ পারফরমার শিলা দীর্ঘদিন ধরে বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করছিলেন এবং স্থানীয় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি স্টেজ শো করেও অর্থ উপার্জন করছিলেন।
চার বছর আগে শিলা শারীরিক পরিবর্তনের জন্য সার্জারি করান। এরপর তিনি আরেকজন হিজড়ার মাধ্যমে টাকা উত্তোলনের কাজ চালিয়ে যান। সার্জারির পর তিনি স্থানীয় এক যুবককে বিয়ে করেছিলেন, তবে স্বামী মাদকাসক্ত হওয়ায় সেই সম্পর্ক বিচ্ছেদের পথে গড়ায় এবং শেষ পর্যন্ত আদালতে গিয়ে ডিভোর্স সম্পন্ন হয়।
নৃশংস হত্যাকাণ্ডের আগে রহস্যময় আগন্তুকরা স্থানীয়দের ভাষ্যমতে, রবিবার রাতে শিলার বাসায় পাঁচজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করতে দেখেন তারা। তবে কখন তারা বের হয়েছে, তা কেউ দেখেননি। সোমবার বিকেলে পাশের বাসায় থাকা আরেকজন হিজড়া শিলার সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে দরজা খুলে দেখা যায়, শিলার নিথর দেহ বিছানায় পড়ে আছে, গলাকাটা অবস্থায়।
প্রাথমিক তদন্তে মাদকের সংশ্লিষ্টতা: কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, শিলার বাসায় মাদকের আড্ডা চলছিলো। হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা, মাদক সংশ্লিষ্টতা কিংবা আর্থিক লেনদেনের বিষয় থাকতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
শিলার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
(আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন)
ডিসিকে/এমজেডএইচ