মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২

এগিয়ে চলুক চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
এগিয়ে চলুক চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টায় ভবন-২- এর সেমিনার কক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে উচ্চশিক্ষায় মান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় এবং আইকিউএসি সেল উদ্বোধন করা হয়। চাঁবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার। প্রধান অতিথি ড. মাছুমা হাবিব বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক চর্চার মধ্য দিয়েই বাংলাদেশ একদিন উন্নতির শিখরে পৌঁছে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরাই উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। বিশেষ অতিথি ড. দূর্গা রানী সরকার বলেন, দেশের ৩৬ টা বিশ্ববিদ্যালয়ে এখনো আইকিউএসি সেল গঠন করা হয়নি। এই ৩৬টার মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম আইকিউএসি সেল গঠন করেছে এবং ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং বিশ্ব র‌্যাংকিংয়ে প্রথম সারির অবস্থানে নিয়ে আনার জন্যে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

কর্মশালার সভাপতি চাঁবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ তাঁদের আহ্বানে সাড়া দিয়ে প্রধান ও বিশেষ অতিথি উল্লেখিত কর্মশালায় আসার জন্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজের মাধ্যমেই প্রতিষ্ঠানের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। কোনো ধরনের প্রতিবন্ধকতা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবো, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা উন্নত গবেষণার মধ্য দিয়ে একদিন নোবেল বিজয়ীদের কাতারে নাম লিখাবে এবং তখন তোমাদের গবেষণালব্ধ ফলাফলের কাছে নোবেল বিজয় অতি তুচ্ছ মনে হবে।

কর্মশালার সভাপতি হিসেবে চাঁবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর ড. পেয়ার আহম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে ড. দূর্গা রানী সরকারের বক্তব্য থেকে এটা স্পষ্ট অনুধাবন করা যায় যে, উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে আইকিউএসি সেল গঠন করার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বেচ্ছাধীন বিষয়। এমন বাস্তবতায় দেশের যে ৩৬টি বিশ্ববিদ্যালয় এখনও আইকিউএসি সেল গঠন করে নি, সেগুলোর মধ্যে চাঁবিপ্রবি সবার আগে করেছে, যেটা অবশ্যই এগিয়ে থাকার মানসিকতা প্রদর্শনের দিক, যেটাতে নিতান্তই প্রশংসনীয় বললেও কম হয়ে যায়। আমরা আইকিউএসি সেল গঠনে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট সকলকে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠায় শুরুতেই ধকল খেয়ে সারাদেশে বহুল আলোচিত চাঁবিপ্রবি উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ সেল গঠনে এগিয়ে থাকাটা অবশ্যই আশাব্যঞ্জক। শিক্ষক ও জনবল সংকট সত্ত্বেও এই এগিয়ে যাওয়ার বিষয়টি চ্যালেঞ্জ মোকাবেলা করার শামিল বলে আমরা মনে করছি। আমাদের বিশ্বাস, বর্তমান ভাইস-চ্যান্সেলরের কর্মকালেই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজস্ব ক্যাম্পাসও প্রতিষ্ঠা লাভ করবে। আমরা চাঁবিপ্রবির জন্যে নিরন্তর শুভ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়