মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন
অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ভাবগাম্ভীর্যের সাথে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ছাত্র-শিক্ষক মিলনায়তনে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন মোঃ মাসুদুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

অনুষ্ঠানের সভাপতি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ বলেন, জাতির পিতার হত্যাকাণ্ডের অপরাধে জাতি এখনও অভিশাপ মুক্ত হয়নি। পলাতক খুনিদের ধরে এনে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জাতি কিছুটা অভিশাপ মুক্ত হতে পারে। তাই পলাতক খুনিদের ধরে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। এছাড়া বর্তমান প্রজন্মকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্যে আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য শামছুজ্জামান, সহকারী অধ্যাপক আনিছুর রহমান, প্রভাষক সুমন মিয়া ও শাহ এমরান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত বিদ্যোৎসাহী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) ফরহাদ হোসেন ও অধ্যাপক স্বপন কুমার পাল। শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জাতির পিতার লিখিত বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আবু নোমান মোঃ মফিজুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়