মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০

বাসদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য আমাদের দেশে প্রধান নিরাপদ বাহন ট্রেন। যার মাধ্যমে নির্ভয়ে, নির্বিঘ্নে, কম ভাড়ায় দুর্ঘটনামুক্ত পরিবেশে যাতায়াত করা যেতো। বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী খেটে খাওয়া মানুষরাই নয়, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ মেহনতী মানুষ কাজের সন্ধানে শহরে আসা-যাওয়া করতো। এছাড়া চাঁদপুর মাছঘাট থেকে ইলিশ মাছসহ সাগরের অন্যান্য মাছ ট্রেনের মাধ্যমে সিলেটসহ বিভিন্ন স্থানে পাঠানো হতো। ড্যামো ট্রেনসহ লোকাল ট্রেনগুলো সরকারের অসৎ উদ্দেশ্যে বন্ধ করার ফলে সাধারণ মানুষ ৪/৫ গুণ বেশি ভাড়ায় বাসে কুমিল্লা ও চট্টগ্রাম যেতে বাধ্য হয়। সরকারের এই ভুল নীতি প্রত্যাহার করে জনস্বার্থে ড্যামো-লোকাল ট্রেন ও আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা দরকার। স্টিমারের যাত্রী হয়ে বরিশাল, ঝালকাঠি, ভোলা ও খুলনাসহ বিভিন্ন এলাকায় ঝড়-বাদলের মধ্যেও নিরাপদে, নির্ভয়ে মানুষ নিজ নিজ গন্তব্যে যেতে পারতো। বর্তমানে অগণতান্ত্রিক সরকার চলমান স্টিমারগুলো বন্ধ করে দেয়ার ফলে ওই অঞ্চলের যাত্রীদের ৫/৬গুণ বেশি ভাড়ায় ঝড়-বাদলের সময় জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে যেতে বাধ্য হতে হয়। তাই অবিলম্বে বন্ধকৃত স্টিমারগুলো পূর্বের মতো চালু করার জন্যে জোর দাবি জানিয়ে লঞ্চঘাটে বাসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা ১২ আগস্ট সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, বাসদ নেতা দিপালী রাণী দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সদর আহ্বায়ক আবু তাহের বন্দুকসী, বাসদ জেলা সংগঠক জিএম বাদশা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়