মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০

কালী বাড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরস্থ কালী বাড়ি দুর্গাপূজা কমিটির এক প্রস্তুতিমূলক সভা ১৩ আগস্ট রোববার সন্ধ্যায় কালীবাড়ি মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিনয় কৃষ্ণ পালের সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন দুর্গাপূজা উদযাপনে ২০২৩/২০২৪ অর্থবছরের জন্য মধুসূদন পোদ্দারকে আহ্বায়ক এবং কেশব কর ও অর্জুন সাহাকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন পরেশ মজুমদার, দুলাল রায়, গোবিন্দ সাহা, জয়ন্ত সাহা টিটু, অমল রক্ষিত মনা, কিশোর কুমার শংকর, প্রবীর পোদ্দার, অ্যাডঃ প্রভাষ সাহা, গৌতম কুমার বর্ধন, রতন মিত্র, সুভাষ সাহা, সংগ্রাম চন্দ, সঞ্জীত পোদ্দার, লিটন চৌধুরী, স্বজল সাহা, বাপ্পি সিংহ রায়, সুব্রত মজুমদার (শিবু), চন্দন চন্দ্র, প্রবীর পাল, বিশ্বজিৎ সাহা বিশু প্রমুখ।

সভার শুরুতে বর্তমান আহ্বায়ক গোবিন্দ সাহার নাম প্রস্তাব করা হলে তিনি শারীরিক অসুস্থতার জন্যে অপরাগতা প্রকাশ করেন। নবগঠিত কমিটি সুন্দরভাবে পূজা উদযাপনসহ কালী বাড়ি মন্দিরের ঐতিহ্য এবং সুনাম অক্ষুণ্ন রাখার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়