প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০
জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট রোববার কলেজের লেকচার হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধ বিষয় থেকে ৩০টি প্রশ্ন করা হয়। এই ৩০টি প্রশ্নের উত্তর দেয়ার জন্যে প্রতিযোগীদের ২০মিনিট সময় নির্ধারিত করা হয়। প্রতিযোগিতায় কলেজের সকল সেশনের শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, বাঙালি জাতি হিসেবে আমাদের সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্যে কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো সহায়ক হবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (সার্জারী) ডাঃ হারুন অর রশিদ ও সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ নূরুল আলম।
উল্লেখ্য, এর আগে ১২ আগস্ট শনিবার কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসের দিন প্রতিযোগিতার ফলাফল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।