শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জুন ২০২৩, ০০:০০

টামটা সপ্রাবিতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
বিশেষ প্রতিনিধি ॥

২০ জুন দুপুর ১২টায় শাহরাস্তি উপজেলা টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ পাটোয়ারী ফাউন্ডেশন এবং মরহুম এমএ খালেক পাটোয়ারী ও ফিরোজা বেগম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্কুল ড্রেস প্রদান করা হয়।

স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। বক্তব্য রাখেন টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ রাশেদ আলম মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আনোয়ার হোসেন মজুমদার। সহকারী শিক্ষক নোমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুনছুর আহমেদ কুমিল্লা বোর্ডে বিশেষ জরুরি কাজ থাকায় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

সভায় চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন পাটোয়ারী এবং স্কুল কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান ভূঁইয়া সুমনের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়