শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে ওপেন হাউজ ডে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান বলেছেন, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সকল সামাজিক অপরাধ দূর করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সমাজকে কলুষমুক্ত করতে হলে আমাদের আগে সচেতন হতে হবে। যেই পরিবারের একজন সদস্য মাদকসেবী, সেই পরিবারের সদস্যরা জানেন তাদের দুঃসহ জীবনের কথা। তাই মাদক প্রতিরোধ করতে হলে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সকল মানুষকে এই বিষয়ে আরো বেশি সোচ্চার হতে হবে। আমরা পুলিশ বিভাগ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। জনগণ এগিয়ে আসলেই আমরা মাদকমুক্ত সমাজ গড়তে সক্ষম হবো।

গতকাল বুধবার সকালে ফরিদগঞ্জ থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে ফরিদগঞ্জ থানার এসআই জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, প্রেসক্লাব সদস্য আবু তালেব, জসিম উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়