শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০

কচুয়া-গৌরিপুর সড়কে গাড়ি চাপায় ডাকাত নিহত : চালক আহত

কচুয়া-গৌরিপুর সড়কে গাড়ি চাপায় ডাকাত নিহত :  চালক আহত
মো. আলমগীর তালুকদার

কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী গাড়ি চাপায় ডাকাতদলের সদস্য মহসিন (৩৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার সময় ওই সড়কের শিমুলতলী এলাকায় ঢাকা থেকে মালবাহী পিকআপ অটোগাড়ির পার্টস নিয়ে কচুয়া আসার সময় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে। পিকআপ চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুঁড়ির সাথে ধাক্কা লেগে উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন(৩৮)-এর শরীরের উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে ডাকাত সদস্য মহসিন মারা যায়।

ডাকাতদলের সদস্য মহসিন পার্শ্ববর্তী তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এ সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। থানা পুলিশ নিহত ডাকাত সদস্যকে কচুয়া থানায় নিয়ে আসে এবং লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করে। পিকাপ চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। কচুয়া থানার ওসি এম আবদুল হালিম জানান , ডাকাতির ঘটনায় কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কচুয়া-গৌরিপুর সড়কের শিমুলতলী এলাকায় ডাকাতির কবলে পিকআপ, রাস্তায় গাছের গুড়ি । ইনসেট নিহত ডাকাত দলের সদস্য মহসিনের মরদেহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়