শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০

ফরিদগঞ্জে জাতীয় শীতকালীন ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শিক্ষার্থীদের মানবিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

শিক্ষার্থীদের মানবিকতা,  সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ফরিদগঞ্জ-এর আয়োজনে ও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এবং ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া উৎসব শুধু এমনি এমনি করা হয় না। নিয়মিত পাঠদানের বাইরে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং তাদের প্রতিভার বিকাশ ঘটনোর এটি একটি প্রয়াস। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এসব বিষয়ে আরো বেশি গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সহশিক্ষা কার্যক্রমকে অবশ্যই গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। চাঁদপুর জেলা ইতোমধ্যেই বিভিন্ন বিভাগে এই বিষয়ে জাতীয় পর্যায়ে ভালো করছে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশের জন্যে আমাদের একটি প্রকৃত মেধাবী জাতি চাই। শিক্ষকরা যদি শ্রেণিকক্ষে নিজেদের শতভাগ দেন এবং লেখাপড়ায় মনযোগী হতে শিক্ষার্থীদের প্রতি যত্নবান হন, তবেই আমরা কাঙ্ক্ষিত সেই মেধাবী জাতি পাবো। তিনি জোর দিয়ে বলেন, ছাত্র-ছাত্রীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের মানবিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুব্ধ করতে হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব, পিপিএম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়