শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
অনলাইন ডেস্ক

কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে অভিভাবক ও পরীক্ষার্থীদের অংশগ্রহণে এই সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসির সভাপতিত্বে পরীর্ক্ষীদের অগ্রগতি ও আগামীদিনের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

বিদ্যালয়ের শিক্ষক জিএম ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন অভিভাবক সাবেক ছাত্রদল নেতা মাসুদ আলম মিয়াজী, লুৎফর রহমান, অভিভাবক জহিরুল ইসলাম, মো. মহিব উল্যাহ, পরীক্ষার্থী আয়েশা আক্তার প্রমুখ। বক্তাগণ ভালো ফলাফল করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়