শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০

পুরাণবাজার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা সম্পন্ন ॥ ২০ জুন রথযাত্রা
স্টাফ রিপোর্টার ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোডস্থ সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয়েছে। বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং নিজেদের মঙ্গল ও সুখ শান্তি কামনা করে ৪ জুন রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে উপস্থিত হতে থাকেন। তারা ঘৃত, মধু, চন্দনসহ বিভিন্ন সুগন্ধি মিশ্রিত গঙ্গাজলে পরম ভক্তি সহকারে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা মাতাজীকে স্নান করান এবং তাদের কৃপা লাভে প্রার্থনা করেন। এ সময় ভক্তবৃন্দের জয় জগন্নাথ ধ্বনিতে মন্দিরে ধর্মীয় অনুভূতি পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, প্রচার সম্পাদক কার্তিক সরকার, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী, মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, সহ-সভাপতি মহাদেব দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ বণিক, কোষাধ্যক্ষ নিতাই পোদ্দার, সহ-কোষাধ্যক্ষ বাবুল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আগামী ২০ জুন মঙ্গলবার ভগবান জগন্নাথদেবের রথযাত্রা উদযাপনের লক্ষ্যে পুরাণবাজার জগন্নাথ মন্দির কমিটি সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিন বিকেল ৪টায় জগন্নাথ দেব আরোহিত সুসজ্জিত রথখানা হরিসভা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম শেষে চাঁদপুর শহরস্থ কালীবাড়ি মন্দিরে এসে থাকবে। রথযাত্রা উপলক্ষে এখানেই আগামী ২৭ জুন মঙ্গলবার পর্যন্ত দিবা-রাত্রির বিভিন্ন সময় অবধি অনুষ্ঠিত হবে বিশ্ব শান্তিকল্পে যজ্ঞ, হোম, ভজন কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ, হরিনাম কীর্তন, ভোগারতি, মহা প্রসাদ বিতরণ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্ম কথা আলোচনাসহ ধর্মীয় অনুষ্ঠানাদি। আগামী ২৭ জুন মঙ্গলবার ফিরতি রথযাত্রা উপলক্ষে ভক্তবৃন্দ রথের দড়ি ধরে টেনে রথখানা কালীবাড়ি মন্দির হতে পুনরায় পুরাণবাজার হরিসভা রোডস্থ জগন্নাথ মন্দিরে ফিরিয়ে নিয়ে আসবেন।

সপ্তাহব্যাপী রথযাত্রা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতিসহ সহযোগিতা কামনা করেছেন সার্বজনীন জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ ও অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী।

এছাড়াও এইদিন পুরানবাজার গোবিন্দ মন্দির (ইসকন), গোপাল জিউড় আখড়া (নতুনবাজার)সহ জেলা শহরের বিভিন্ন মন্দিরে রথযাত্রা উদযাপিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়