প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১
আশিকাটিতে তরুণীর আত্মহত্যা
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনগাঁও গ্রামের খান বাড়ি থেকে আঁখি আক্তার নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় নিহত তরুণীর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহতের পরিবার সূত্র জানায়, আঁখি আক্তারের বয়স ১৯ বছর। সে মানসিক ভারসাম্যহীন ছিলো। ফলে সে পরিবারের সদস্যদের ছাড়াও যাকে-তাকে মারধর করতো। সে নিজের চুল নিজে কেটে ফেলতো। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করানো হয়নি বলে জানান পরিবারের সদস্যরা । তার বাবা একজন কাঠমিস্ত্রী।
তার চাচাতো বোন জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আঁখি আক্তার ঘুম থেকে ওঠে। তারপর আমি তার জন্য নাস্তা ও খাবার দিয়ে কলেজে চলে যাই। পরীক্ষা শেষে বাড়ি গেলে ঘরের সকল দরজা বন্ধ থাকায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করি। তখন দেখি আঁখি ঘরের আঁড়ার সাথে ঝুলছে।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয়, আঁখি আক্তার একজন ভারসাম্যহীন রোগী। তার মা, চাচাতো বোন ও দাদীর বক্তব্য এমনই। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।