প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪
'শেষ হইয়াও হইল না শেষ'
!['শেষ হইয়াও হইল না শেষ'](/assets/news_photos/2025/02/07/image-58721-1738932338bdjournal.jpg)
চাঁদপুর সদর উপজেলার শাহতলী-বাবুরহাট ফিডার সড়কের প্রবেশ মুখের ব্রিজটির নির্মাণ কাজ বহু পূর্বে শেষ করা হলেও ব্রিজের গোড়ার দু পাশে ভরাট করা হয়নি।
কাজের ঠিকাদার কাজ শেষ না করেই চলে যান।
এ স্থান দিয়ে যানবাহন গুলো ঝুঁকিপূর্ণভাবে ব্রিজে উঠানামা করে থাকে। তাই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যে কোনো সময় গাড়ি উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
ছবি ও প্রতিবেদন : সোহাঈদ খান জিয়া।