প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০
একসময় চাঁদপুরের সাড়া জাগানো রেডিও, টেলিভিশন, ক্যাসেট প্লেয়ারসহ ইলেকট্রিক সামগ্রী মেরামতকারী প্রতিষ্ঠান গিভটনের স্বত্বাধিকারী রোকন আহমেদ (রোকন)-এর জানাজা ও দাফন গতকাল ৪ জুন রাত ১টা ৩০ মিনিটে সম্পন্ন হয়েছে। চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ কিতাবউদ্দিন জামে মসজিদের পাশে গণি স্কুলের মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মরহুম রোকনেরই ছোট ছেলে মোহাম্মদ আলী রাজিব। জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানা যায়, মরহুম রোকন আহমেদ দীর্ঘদিন যাবৎ ফুসফুসজনিত রোগে আক্রান্ত ছিলেন। গত ১ জুন তিনি চাঁদপুরের নিজ বাড়িতে বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে কুমিল্লার মুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আইসিইউতে নেয়া হলে কর্মরত চিকিৎসক ৩ জুন রাত ৭টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
উল্লেখ্য যে, ১৯৬৩ সালে রেডিও, টিভি, ক্যাসেট প্লেয়ার মেরামতকারী প্রতিষ্ঠান গিভটন প্রতিষ্ঠার পর থেকে রোকন আহমেদ চাঁদপুরসহ দেশের বিভিন্নস্থানে অনেক কারিগর প্রস্তুত করে যান।