শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০

স্বপন নানা বাহানায় এক যুগ ধরে হাইমচরে কর্মরত থেকে পেলো পদায়ন
স্টাফ রিপোর্টার ॥

হাইমচর উপজেলায় সদর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক স্বপন দীর্ঘ ১ যুগ পার করলেন। স্বপন কীভাবে হাইমচরে অফিসে সহায়ক হিসেবে এতোদিন কর্মরত ছিলেন এমন প্রশ্ন সাধারণ মানুষের। স্বপন নীলকমল ইউনিয়ন ভূমি অফিসে কাগজপত্রে কর্মরত ছিলেন ৪ বছর, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছিলেন ৩ বছর ও হাইমচর সদর ভূমি অফিসে ৫ বছর। অন্যত্র পোস্টিং থাকা সত্ত্বেও উপজেলা ভূমি অফিসের প্রয়োজনে স্বপন কর্মরত ছিলেন সেখানে। স্বপন অফিস সহায়ক হয়েও সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে খারিজ, খাজনা ও ডিসিআর ইত্যাদি করিয়ে দেন রীতিমতো। স্বপন জানান, আমি নীলকমলে ছিলাম ৪ বছর, ইউএনও অফিসে ছিলাম ৩ বছর, আর বাকি সময় উপজেলা ভূমি অফিসে আছি। বর্তমানে এ অফিসে পদায়ন হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল জানান, স্বপন আমাদের অফিসে সহায়ক হিসেবে কর্মরত আছে। সে মূলত ছিলো সদর উপজেলা ভূমি অফিসের। আমাদের অফিসে লোকবল কম থাকায় সেখান থেকে তাকে এ অফিসে আনা হয়েছে। সে কাজ ভালো বুঝে সেজন্যে রাখা। আমাদের এখানে যে কাজ করতো সে প্রায় আসতো না, তাই তাকে সেখানে দিয়ে ওকে এখানে রাখা হয়। বর্তমানে সে আমাদের অফিসে স্থানীয়ভাবে পদায়ন হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তাকে ওইখান থেকে আনার উদ্দেশ্য ছিলো লোকবল না থাকায়, অন্য কোনো কারণ নেই। ভূমি অফিসে সেবা পেতে এলাকার জনগণকে প্রথমেই স্বপনের দ্বারস্থ হতে হয়। যাতে করে সরকারি ভূমি সেবা থেকে সাধারণ জনগণ বঞ্চিত না হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়