শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০

এমপিও-ভুক্ত হলো ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর ও চাঁদপুর সিটি কলেজ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর এবং জেলা শহরের চাঁদপুর সিটি কলেজ এমপিওভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ ও চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা, সভাপতি সুজিত রায় নন্দী।

গতকাল ০৪/৬/২০২৩ তারিখে কলেজ দুটির আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কলেজ দুটির এমপিওভুক্তির প্রস্তাব সদয় অনুমোদন করেছেন। ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর ও চাঁদপুর সিটি কলেজকে এমপিওভুক্ত করায় এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, সুদীর্ঘ সময়ব্যাপী প্রতিষ্ঠান দুটি সমাজের প্রান্তিক পর্যায়ের ছেলে-মেয়েদের মানসম্মত উচ্চ শিক্ষা প্রদানে সচেষ্ট রয়েছে।

মেধাবী শিক্ষমণ্ডলী দ্বারা শিক্ষাদানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি ইতোমধ্যে চাঁদপুর জেলায়, এমনকি সমগ্র দেশে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। সরকার কর্তৃক এমপিও ভুক্তকরণ প্রক্রিয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান দুটি অদূর ভবিষ্যতে দেশের মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমি আশাবাদী।

কৃতজ্ঞতায়

ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ ও চাঁদপুর সিটি কলেজ

কর্তৃপক্ষ, সদর চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়