শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুরে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে গণি মডেলকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয়
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়। শুক্রবার (২ জুন) অনুষ্ঠিত খেলায় চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দলকে ১ উইকেটে হারিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন এডিসি জেনারেল বশির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভাগীয় ক্রিকেট কোচ শামীম ফারুকীসহ খেলোয়াড়, কর্মকর্তা ও শিক্ষকগণ। শুক্রবারে খেলার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সালমান জাহান ১৪৬ বলে অপরাজিত ৮১ রান করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় ১৮১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে ৪৯ ওভার ১ বলে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে আপনান মাহবুব ১০০ বলে অপরাজিত ৫২ রান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়