সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ০০:০০

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে

ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করলো

ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করলো
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জ উপজেলা সদরের ওনুআ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটির কিছু অংশ বৃষ্টিজনিত কারণে নষ্ট হয়ে যাওয়ায় বাজারমুখী লোকজনকে কষ্ট পোহাতে হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নির্দেশে রোববার (৯ এপ্রিল) তা মেরামত করে চলাচল উপযোগী করা হয়।

জানা গেছে, সম্প্রতি বৃষ্টিসহ বিভিন্ন কারণে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ শহীদ আবু তাহের পাঠান সড়কের ওনুআ চত্বর এলাকায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে শহরমুখি মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দও সড়কের দুরবস্থার বিষয়টি মেয়রের নজরে আনেন। সেই অনুযায়ী তার নির্দেশে রোববার (৯ এপ্রিল) সড়কটির ওই অংশসহ ক্ষতিগ্রস্ত অংশসমূহ মেরামত করা হয়।

বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, সড়কটির বিষয়ে পৌর মেয়রকে আমরা বাজার কমিটির পক্ষে অবহিত করি। তিনি ব্যবস্থাগ্রহণ করায় আমরাসহ জনসাধারণ তার প্রতি কৃতজ্ঞ।

এ ব্যাপারে পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বাজারমুখী মানুষের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত সড়কের অংশ মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে। তবে ভবিষ্যতে প্রকল্পের আওতায় পুরো সড়কই নতুন করে নির্মাণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়