মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০

তিন মামলার সন্দেহভাজন আসামী দেখিয়ে এসডু পাটোয়ারীকে আদালতে প্রেরণ

গোলাম মোস্তফা ॥
তিন মামলার সন্দেহভাজন আসামী দেখিয়ে  এসডু পাটোয়ারীকে আদালতে প্রেরণ

চলমান 'অপারেশন ডেভিল হান্ট’-এ চাঁদপুরের ডিবি পুলিশের অভিযানে আটক জেলা আওয়ামী লীগের দুইবারের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারীকে গত বছর (২০২৪ খ্রি.) চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত তিনটি রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

জানা যায়, রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাকঘাটস্থ সাবেক ম্যাচ ফ্যাক্টরি এলাকায় চাঁদপুর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশের কাছে গোপন সংবাদ আসে যে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী নিজ বাসায় অবস্থান করছেন। এ খবরের সূত্র ধরে ওই বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ সময় এসডু পাটোয়ারীর সাথে ডিবি পুলিশ নানা বিষয়ে কথা বলেন। পরে মধ্য রাতে তাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমান সরকারকে বেকায়দায় ফেলে দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করছে একটি গোষ্ঠী। এমন অভিযোগে সরকার দেশ ও জনগণের স্বার্থে সকল ধরনের অপরাধ দমন ও দেশকে স্থিতিশীল রাখতে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে নানা ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে এমন সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী আটক অভিযান অব্যাহত রেখেছে।

আটক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ গত বছর চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অগ্নিসংযোগ, লুটপাট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা, বিস্ফোরকসহ ৩টি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করে।

এই তিন মামলার তদন্তকারী কর্মকর্তাদের সাথে কথা হলে সকলেই মামলাগুলোর বেশ কিছু তথ্য উদ্‌ঘাটনে আসামিকে আলাদা আলাদা রিমান্ড চাইবেন বলে জানান। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে ৩টি মামলার আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার রহস্য উদ্‌ঘাটনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হ্যাঁ, আমরা খুব দৃঢ়তার সাথে বলতে পারি এবং আমরা আপ্রাণ চেষ্টা চালাই কোনো নিরাপরাধ ব্যক্তি যেনো কোনো কারণে হয়রানির শিকার না হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়