মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১২

পুরাণবাজার মার্চ্চেন্টস একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

স্কুলের শিক্ষা কার্যক্রমের আরো উন্নতি করে সুনাম অব্যাহত রাখতে হবে : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার

অনলাইন ডেস্ক
স্কুলের শিক্ষা কার্যক্রমের আরো উন্নতি করে সুনাম অব্যাহত রাখতে হবে : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার
পুরাণবাজার মার্চ্চেন্টস একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার

চাঁদপুর শহরের আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজার মার্চ্চেন্টস একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সকালে জেলার প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার নিতাইগঞ্জ রোডস্থ বিদ্যালয়ের নিজস্ব মাঠে আনন্দ উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বক্তব্যে ঘোষণা দিয়ে এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. হামিদ মাস্টার।

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাশ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজওয়ানুর রহমান রিজু পাটোয়ারী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতাব্দী আচার্যী।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. হামিদ মাস্টার বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ মিলে মিশে সম্প্রীতির বন্ধনে বসবাস করছেন। যার যার ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করছেন। আমাদের সবাইকে এই সম্প্রীতি ও সৌহার্দ্য ধরে রাখতে হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর জেলার প্রধান বাণিজ্যিক এলাকা আমাদের এই পুরাণবাজার। এরপরও সরকারের উন্নয়ন এবং সুযোগ-সুবিধা থেকে এই এলাকার মানুষ বরাবরই অবহেলিত থেকেছে। তবে এই এলাকার মানুষ নিজেরা নিজেদের অবহেলিত রাখেনি। এই এলাকার আলোকিত মানুষরা নিজেরাই এখানে বহু শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যার অন্যতম পুরাণবাজার মার্চ্চেন্টস একাডেমি। স্কুল ম্যানেজিং কমিটির উদ্দেশ্যে আমি বলবো, এই স্কুলটিতে সরকারি ভবন তৈরিসহ আরো উন্নতি করতে শক্তিশালী কমিটি গঠন করবেন। পাশাপাশি স্কুলের শিক্ষা কার্যক্রমের আরো উন্নতি করে অতীতের সুনামকে অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষাসহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশপ্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে। এই স্কুলের ক্রীড়া ও সংস্কৃতি চর্চা আমাকে মুগ্ধ করেছে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাণবাজার গার্লস হাই স্কুলের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক কল্পনা সরকার, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি স্বপন কুমার দাশ, মানিক ঘোষ, ইমরান হোসেন, জাকারিয়া ভুঁইয়া বতু, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুখরঞ্জন দাস, ২নং বালিকা সিহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম প্রসাদ। অনুষ্ঠানে অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ বেপারীর প্রাণবন্ত সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য এবং ডিসপ্লে পরিবেশন করে। আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়ার বর্ণাঢ্য আয়োজনটি উপভোগ করেন। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিকেলের পর্বেও প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আব্দুল হামিদ মাস্টার। দিনব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কার্তিক পাল, উম্মে সালমা, মিরা পাল, জান্নাত আক্তার, অঞ্জনা সাহা, উমা দত্তসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়