বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৩:২৬

চাঁদপুর লঞ্চঘাটে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে নৌ থানার পুলিশ

সিসি ক্যামেরা না থাকায় পূর্ণ নজরদারিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে

বাদল মজুমদার
চাঁদপুর লঞ্চঘাটে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে নৌ থানার পুলিশ

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরে চলা বিশৃঙ্খলা, দালালচক্রের উপদ্রব ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা রেখেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে পুলিশের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে ঘাটে ফিরেছে শৃঙ্খলা ও স্বস্তি। নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল জানান, ঘাটে যাত্রী হয়রানি, লঞ্চগুলোতে টিকিট বিক্রিতে অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং দালাল, হকার, সিএনজি অটোরিক্সা, ব্যাটারী চালিত অটোবাইক ড্রাইভারদের দৌরাত্ম্য রোধে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। ফলে ঘাট ব্যবস্থাপনায় এসেছে শৃঙ্খলা। আর নিয়ম-শৃঙ্খলার সামগ্রিক উন্নতি হয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে পুলিশের টহল। পন্টুন এলাকায় সিসি ক্যামেরা না থাকায় পূর্ণ নজরদারিতে হিমশিম খেতে হচ্ছে।

স্থানীয় যাত্রী ও ব্যবসায়ী মহল নৌ থানার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অনেকেই বলেন, আগে ঘাটে নামলেই দালালদের কারণে বিড়ম্বনায় পড়তে হতো, এখন সেই সমস্যা অনেকটাই কমেছে। চাঁদপুর লঞ্চঘাট দেশের গুরুত্বপূর্ণ একটি নদীবন্দরের অংশ হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করে। নৌ পুলিশের এই উদ্যোগ ঘাট ব্যবস্থাপনাকে আধুনিক ও নিরাপদ করার পথে একটি বড় অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়