প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৩:৩০
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তিন গ্রামের প্রায় ৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার
ঝুঁকিপূর্ণ সংযোগের মরণ ফাঁদ
শ্রীনগরের পুঁটিমারা গ্রামের কেয়টখালি সেতু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পুঁটিমারা গ্রামের কেয়টখালি-পুঁটিমারা খালের ওপর নির্মিত সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এটি এখন মরণ ফাঁদে পরিণত, যেটির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
|আরো খবর
লোহার সেতুর পাটাতনের স্লাবগুলো এক যুগ আগে ভেঙে গেছে। স্থানীয়রা লোহার বিমের ওপর বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন। এই ঝুঁকিপূর্ণ পথে প্রতিদিন তিন গ্রামের অন্তত ৫ হাজার মানুষ পারাপার হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সেতুর লোহার বিমের ওপর থাকা পাটাতনের স্লাবগুলো ভেঙে গেছে এবং খুঁটির ওপর মরিচা ধরা। বিমের ওপর বাঁশ এবং সুপারিগাছ দিয়ে সরু সাঁকো তৈরি করা হয়েছে।
সেতুটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, ষোলঘর এসকেএকে মাধ্যমিক বিদ্যালয়, পুঁটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি বাজার। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা।
স্থানীয় বাসিন্দা মাওলানা শাহাদাৎ হোসেন ও মাস্টার তৌহিদুল ইসলাম রাজ জানিয়েছেন, বৃষ্টিতে সেতুটি আরও ক্ষতিগ্রস্ত হয়। জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করছেন।
শিশুশিক্ষার্থীরা এবং বয়স্করা সেতু পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। এখানকার মানুষ কৃষিনির্ভর, তাই তারা কৃষিপণ্য ঘাড়ে ও মাথায় করে ঝুঁকি নিয়ে সেতু পারাপার হয়ে আশপাশের বাজারে যাতায়ত করেন।
স্থানীয়রা দ্রুত সেতুটি পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন, যাতে তারা নিরাপদে চলাচল করতে পারেন এবং প্রতিদিনের ঝুঁকি থেকে মুক্তি পান।
ডিসিকে/এমজেডএইচ