মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮

অনুমোদন ও নিয়মনীতির কোনো বালাই নেই

ফরিদগঞ্জে ইটভাটায় চার লাখ টাকা জরিমানা।। ইট তৈরির কাঁচামাল বিনষ্ট

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে ইটভাটায় চার লাখ টাকা জরিমানা।। ইট তৈরির কাঁচামাল বিনষ্ট
ফরিদগঞ্জের সুবিদপুরে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় ও ফায়ার সার্ভিস ইট তৈরির কাঁচামাল বিনষ্ট করে দিচ্ছে।

অনুমোদনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় ফরিদগঞ্জে জেএনবি নামে এক ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসানের আদালত এই জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, সুবিদপুর পূর্ব ইউনিয়নে অবস্থিত ও গল্লাক আদর্শ কলেজ সংলগ্ন এলাকায় জেদনি নুসরাত ব্রিক (জেএনবি)-এর কর্তৃপক্ষ হানিফ চৌধুরী ও এমরান চৌধুরী নিয়মের ব্যত্যয় ঘটিয়ে লাইসেন্সবিহীন এবং বিভিন্ন কাগজপত্র থাকা না সত্ত্বেও ইটভাটা চালিয়ে আসছিলেন। এ রকম সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসানের ভ্রাম্যমাণ আদালত পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে জেএনবি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করে। এছাড়া উপস্থিত ফায়ার সার্ভিসের টিম ইট তৈরির কাঁচামাল বিনষ্ট করে দেয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান জানান, জেদনি নুসরাত ব্রিক ফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় চার লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনার পূর্বে আবশ্যিকভাবে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়