শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ২০:০৪

মতলব উত্তরে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

মতলব উত্তর উপজেলায় বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজার প্রধান সড়ক চলতি মৌসুমের বর্ষায় ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে আসছিল। রোববার থেকে বন্ধু সংগঠনের সদস্যদের চাঁদায় ট্রাকে করে ইট, রড, সিমেন্ট ও বালি ক্রয় করে বৃষ্টিতে ভিজে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক মেরামতে কাজ করছেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তাটি মেরামত না করায় সড়কে ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে যানবাহন ছাড়াও মানুষের পায়ে হেঁটে চলাচলও দুষ্কর হয়ে পড়েছে। আর এ দুর্ভোগের কথা চিন্তা করে বন্ধু সংগঠনের সদস্যরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছেন। বন্ধু সংগঠনের উদ্যোগে অনেকবার রাস্তায় মেরামত করা হয়েছে।

বন্ধু একতা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি এই অবস্থায় থাকায় গর্ত অনেক বড় হয়ে যাচ্ছিল। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। তাই আমরা নিজ উদ্যোগে এটি সংস্কার করছি। রাস্তাটি সংস্কার করতে প্রায় ৫৫ হাজার টাকা খরচ হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়