মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০

চাঁদপুর সদরে পৃথক তিনটি স্থানে যৌথ বাহিনীর অভিযান

দু মাদক ব্যবসায়ী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

দু মাদক ব্যবসায়ী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার
অনলাইন ডেস্ক

চাঁদপুরে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সদর উপজেলার লক্ষ্মীপুর ও হানারচর ইউনিয়নে এবং পুরাণবাজার থেকে বিপুল পরিমাণ মাদকসহ অস্ত্র উদ্ধার এবং দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিনগত রাতে (৯ ফেব্রুয়ারি, ২০২৫) চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে যৌথ বাহিনী অস্ত্র, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া এলাকা থেকে খোকন গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে হানারচর ইউনিয়নের হরিণা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইয়াসিন গাজীকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে তিন কেজি গাঁজা, ১টি গাঁজা মাপার মেশিন, ৩টি মোবাইল ফোন, ২টি পেনড্রাইভ, ১টি মানিব্যাগ এবং ৪টি ফয়েল পেপার উদ্ধার করা হয়।

এছাড়া যৌথবাহিনী পুরাণবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৪টি তরবারি, ১টি বড়ো ছুরি, ১টি এসএস চাইনিজ কুড়াল এবং ২টি চেইনের চাবুক উদ্ধার করে।

যৌথ বাহিনীর হাতে আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে পুলিশ।

চাঁদপুর সেনা ক্যাম্প ও সদর মডেল থানা সূত্রে এসব তথ্য জানা যায়।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ও হানারচর ইউনিয়নে মাদকসহ গ্রেপ্তার দুজন। পাশে পুরাণবাজার থেকে উদ্ধারকৃত অস্ত্র দেখা যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়