প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য র্যালি](/assets/news_photos/2023/03/18/image-30821.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশীদ সাগর, সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, সিদ্দিকুর রহমান, লোকমান তালুকদার, অ্যাডঃ মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, শ্রমিক লীগের হানিফ কাজী, কৃষকলীগের জহির হোসেন মিজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, সাবেক যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নেতৃবৃন্দ কেক কেটে জন্মবাষির্কী উৎসব পালিত হয়।
এর আগে উপজেলা বিভিন্ন এলাকা থেকে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রং-বেরংয়ের টি-শার্ট, ক্যাপ, প্লে-কার্ড সম্বলিত খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে।