প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পালিত হয়েছে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো ৫ আগস্ট শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ ও দোয়া এবং গাছের চারা বিতরণ।
শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের নেতা কাজল ভট্টাচার্য, রোটাঃ এম এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কমল পোদ্দার, পারভেজ চৌধুরী হানিফ, তোফাজ্জল হোসেন, প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা গনেশ ভৌমিক, লোকমান হোসেন বাবুল, ছাত্রলীগ নেতা জুয়েল রানাসহ অন্য নেতৃবৃন্দ। পরে গাছের চারা বিতরণ করা হয়।