প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বুধবার বেলা ১১টায় উক্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর সভাপ্রধানে ও ইউপি সচিব রাকিবুল হাসান খানের পরিচালনায় বক্তব্য রাখেন ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মির্জা মোঃ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, সহ-সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহআলম হোসেন, ইউপি সদস্য আনোয়ারা বেগম, মমিন উদ্দিন পাটওয়ারী, বিষ্ণু মজুমদার, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী তাহমিনা আক্তার, বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন পাঠান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম শরীফ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী বলেন, ৭ আগস্ট থেকে সপ্তাহব্যাপী কোভিড-১৯ টিকা ক্যাম্পেইনে সাবেক ৩টি ওয়ার্ডে ৬শ’ জনকে টিকা প্রদান করা হবে। ১ম ধাপের ক্যাম্পেইনে ৭, ৮ ও ৯ আগস্ট প্রতিটি ইউনিয়নে ১৮শ’ ডোজ টিকা প্রদান করা হবে। এতে সুপারভাইজার, টিকাদান কর্মী, স্বেচ্ছাসেবক ও গ্রামপুলিশের সদস্যরা এ টিকাদান ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন। টিকাদান ক্যাম্পেইনের সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন। মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।