প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তর ও সংগঠন।
পরে ভার্চুয়ালি আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পৌঁর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএম তছলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যা তপাদার প্রমুখ।