প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
কচুয়ায় কোভিড-১৯ প্রণোদনা ঋণ তহবিলের আওতায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কচুয়া শাখার উদ্যোগে এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ জন গ্রাহকের মাঝে ঋণের চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা নন্দ দুলাল সাহা, বিআরডিবির চেয়ারম্যান জাবের মিয়া, পরিচালক সনতোষ চন্দ্র সেন প্রমুখ।