প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
স্টাফ রিপোর্টার ॥
গতকাল ছিলো ২৬ জিলহজ শুক্রবার, ১৪৪২ হিজরী সনের শেষ জুমা।
এদিন দেশের সাড়ে তিন লাখ মসজিদে একযোগে জুমার নামাজ আদায় হয় এবং ফরিয়াদ হয়, হে আল্লাহ করোনা মহামারী থেকে রক্ষা করো এবং আমাদের দেশকে শান্তি ও কল্যাণে ভরপুর করে দাও। আমরাও সাধারণ মুসলিম হিসেবে সেই দোয়াতেই সামিল হই।