রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা।

৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল হাওলাদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় পৌর ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত সবার মতামত ও সমন্বয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম ৮নং ওয়ার্ড যুবদলের নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সভাপতি বাবুল হাওলাদার, সাধারণ সম্পাদক শাহাদাত খান ও সাংগঠনিক সম্পাদক সফিক বেপারী নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়