শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫

পুরাণবাজারে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসে যত আয়োজন

স্টাফ রিপোর্টার
পুরাণবাজারে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসে যত আয়োজন

চাঁদপুর শহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ পুরাণবাজার-এর একুশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিলো পুরাণবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রভাত ফেরি, যেটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। প্রভাত ফেরি শেষে সকলকে শপথ বাক্য পাঠ করান পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন। শপথ শেষে পুরাণবাজারের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক ও ক্রীড়া সংগঠন শহীদ মিনার বেদীতে অত্যন্ত সুশৃংখলভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করে। উদযাপন পরিষদের প্রতিযোগিতা উপ-পরিষদের প্রধান সমন্বয়কারী মো. শিপন খানের সঞ্চালনায় তাঁর পর্বটি সম্পন্ন করা হয়।

শহীদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরবর্তীতে তারিখ নির্ধারণ করে প্রদান করা হবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে : শহীদ দিবস উদযাপন পরিষদ, ইউনানী তিব্বিয়া কলেজ, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাণবাজার মার্চেন্টস্ একাডেমি, রিভার সাইড কিন্ডারগার্টেন, নিউ নেশন একাডেমি, লাইসিয়াম কিন্ডারগার্টেন, উদয়ন কচি-কাঁচার মেলা, স্বদেশ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী ও তারুণ্যের অগ্রদূত।

উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, সহ-সভাপতি মেম্বার সুভাষ সাহা, সহ-সভাপতি রফিক আহমদ মিন্টু, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কার্তিক সরকার, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মাসুদ, বঙ্গজ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর অধ্যক্ষ স্বজন সাহা,

পুরাণবাজার মার্চেন্টস্ একাডেমীর

শিক্ষকবৃন্দ, রিভারসাইড কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দ, ইউনানী তিব্বিয়া কলেজের শিক্ষক মাহবুবুর রহমান পাটোয়ারী, ছাত্রদল নেতা রাজীব দাস, স্বদেশ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সহ-সভাপতি বিপ্লব দাস কুট্টিসহ অন্যরা।

প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন ও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান এলাকার সর্বস্তরের মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়