রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৬

উয়ারুকে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. তানভীর হায়দার চৌধুরী

কামরুজ্জামান টুটুল
উয়ারুকে পাঁচ শতাধিক রোগীকে  বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. তানভীর হায়দার চৌধুরী

শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) শাহরাস্তি উপজেলার উয়ারুক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. তানভীর হায়দার চৌধুরী। এ দিন তিনি প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, প্রেসক্রিপশন, সাধারণ ঔধধ, ৪০ ভাগ কমে সকল ডায়াগনোসিস ও পরবর্তী ধাপের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। উক্ত ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একুশে হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, হাজীগঞ্জ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন তিনি দরিদ্র, অসহায় ও দুঃস্থ রোগীদের এই সেবা প্রদান করেন। রোগীর চাপ কমাতে একই সাথে ডা. পিয়াল সাহা সেবা প্রদানে অংশ নেন।

হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও চাঁদপুরের বিশিষ্ট নারী চিকিৎসক, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনাহার চৌধুরীর সুযোগ্য সন্তান ডা. তানভীর হায়দার চৌধুরীর উক্ত ক্যাম্প চলাকালে সার্বিক দায়িত্বে ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শাবু, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হোসেন, কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ মজুমদার, শাহরাস্তি উপজেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম,

শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল আলম, ব্যবসায়ী ঈমাম হোসেন সুমন, মো. শিফন, শাহরাস্তি উপজেলা

ছাত্রদলের আহ্বায়ক মো. পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন, টামটা দক্ষিণ যুবদল সাধারণ সম্পাদক দিদারুল আলম, রায়চোঁ উত্তর ইউনিয়ন যুবদল সদস্য মো. শিফনসহ উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একুশে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কৃষ্ণা সরকার।

ক্যাপশন: শাহরাস্তির উয়ারুক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছেন ডা. তানভীর হায়দার চৌধুরী। ছবি : চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়