রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২

চাঁদপুর সরকারি মহিলা কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি মহিলা কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করার মাধ্যমে কলেজে দিবস উদযাপন কার্যক্রম শুরু হয়। কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী সকাল ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনার এবং কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী খাইরাতুল সারা এবং গীতা থেকে পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী কথাপি মজুমদার।

কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহার সভাপতিত্বে এবং দর্শন বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক।

আলোচনা সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক। সভায় আরও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার।

প্রধান অতিথি প্রফেসর মো. মাসুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ভাষা শহিদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অবদানের জন্যই বাংলা ভাষা রাষ্ট্র ভাষার মর্যাদা পেয়েছে এবং এরই ধারাবাহিকতায় বাংলা ভাষাকে কেন্দ্র করে ২১ ফেব্রেুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ’৫২-এর ভাষা আন্দোলনের অনুপ্রেরণাই হলো জুলাই বিপ্লব।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারী, বিএনসিসি, গার্লস ইন রোভার ও রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার গান পরিবেশন করে সাফানা নাসরিন হোসেন মেধা ও তার দল এবং কবিতা আবৃত্তি করে সাদিয়া বিনতে শিহাব।সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়