রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭

পথসভায় বিএনপি নেতা আজম খান

আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্য দিয়ে চাঁদপুরকে গড়ে তুলবো

স্টাফ রিপোর্টার
আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্য দিয়ে চাঁদপুরকে গড়ে তুলবো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আজম খান বলেছেন, আমি কেনো দেরিতে দেশে আসলাম? তার কারণ হলো- বিগত ফ্যাসিস্ট সরকার আমার পরিবারের পাসপোর্ট ও ভিসা আটকে রেখেছিলো। ৫ আগস্টের পর আমাদের পাসপোর্ট ভিসা পেতে দেরি হওয়ায় দেশে আসতে আমার অনেক সময় লেগেছে।

আজম খান আরো বলেন, আমরা সবাই জিয়ার সৈনিক, খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক। আমি কোনো নেতা নই, আমি আপনাদের মতই একজন সৈনিক। আমরা নিজেরা নিজেরা যদি হানাহানি মারামারি করি, তাহলে আমাদের দল টেকানো কঠিন হয়ে যাবে। আমাদেরকে আবার ১৬ বছর পিছিয়ে যেতে হবে। আমরা আওয়ামী লীগের মতো এক নেতা যেনো আরেক নেতার উপর শক্তি প্রয়োগ না করি।

তিনি আরো বলেন, একজন নেতার ভোটের যে মূল্য, ঠিক তেমনি রাস্তায় যে ঘুমায় তার ভোটেরও একই মূল্য। চাঁদপুরে অনেকেই বলেন নেতা কে হবে? আমি বলতে চাই নেতা কে হবে তা ঠিক করবেন আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া। আমাদের চাঁদপুরে যে ছাত্রদল, যুবদল এবং বিএনপির যে কমিটি আছে এবং কাঠামো আছে, ওই কাঠামো অনুযায়ী আপনারা যার যার নেতৃত্ব মেনে নেন। আজকে যে ছাত্রনেতা, কালকে সে যুবনেতা হবে, পরশু হবে বিএনপি নেতা এবং এরপর সংসদের নেতা হবে। আমরা কি তাকে মেনে নেবো না? আমরা অবশ্যই তাঁকে মেনে নেবো।

তিনি আরো বলেন, পাঁচ আগস্টের পর আমাদের নতুন করে বয়স শুরু হয়েছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, হানাহানি মারামারি বা হিংসা এবং যুদ্ধের মতো অবস্থা কেউ সৃষ্টি করবেন না। যুদ্ধ নয়, আমরা চাই শান্তি। আমাদের নেতা তারেক রহমান যে কমিটি দিবে, সেখানে যাকে যেখানে যে পজিশনে রাখা হবে, আমরা তাকেই শ্রদ্ধা ভরে মেনে নিয়ে কাজ করবো, এটাই আমার বিশ্বাস।

চাঁদপুরের উন্নয়ন বিষয়ে তিনি বলেন, আমি দীর্ঘ ১৬ বছর পরে চাঁদপুর এসে যা দেখলাম, তা হলো মানুষ বেড়েছে ১০ গুণ, কিন্তু মিল কল-কারখানা এবং রাস্তার উন্নয়ন কিছুই হয়নি। চাঁদপুরে আমাদের উন্নয়নের জন্য তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাহলেই কেবলমাত্র দেশ ও জাতির উন্নয়ন হবে।

তিনি বলেন, যে কাজ করে তারই কেবল ভুল হয়। তাই কোনো নেতাকেই দোষারোপ করবেন না। আমরা সবাই মিলেমিশে চাঁদপুরকে গড়বো।

আজম খান শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা শাহনেওয়াজ খান, সাবেক ছাত্রনেতা রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলন। এছাড়া পথসভায় জেলার বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়