রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

শাহতলী জিলানী চিশতী কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
শাহতলী জিলানী চিশতী কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রভাতফেরি শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রভাতফেরি শেষে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি কলেজের আজীবন দাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ প্রতিষ্ঠান প্রধানগণ।

পরে সকাল ৯টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, আজকের দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাষার জন্যে বিশ্বে একমাত্র বাংলাদেশই শুধুমাত্র সংগ্রাম করে রাষ্ট্রভাষা বাংলা অর্জন করেছে। ভাষার জন্য শহিদ হয়েছে, রক্ত দিয়েছে। যারা ভাষা আন্দোলনে শহিদ হয়েছে আমি সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দলমত নির্বিশেষে সকলে আজকে এ দিনটি পালন করছে। আজকের এই আয়োজনে নতুন প্রজন্মকে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি ও তাৎপর্য সম্পর্কে জানতে হবে।

তিনি আরো বলেন, আজকে শুক্রবারেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। শিক্ষার্থীরা আজকের দিবস সম্পর্কে অত্যন্ত সুন্দর ও জ্ঞানগর্ব বক্তব্য দিয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি জাতীয় দিবস সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে। ভাষার জন্য ত্যাগ স্বীকার ও রক্ত ঝড়িয়েছে আমাদের এ দেশের সন্তানরা। রাষ্ট্রীয় সকল স্থানে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে হবে। তোমাদের বাংলা ভাষার মান সমুন্নত রাখতে হবে। সুপ্রিম কোর্ট ও অন্যান্য সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করলে জনগণের জন্য উপকার হবে, জনগণ সহজে বুঝতে পারবে। সালাম, বরকত, রফিক, জব্বার তাদের আত্মত্যাগের ফসল বাংলা ভাষা। বাংলাকে রাষ্ট্রের সকল স্তরে ছড়িয়ে দেয়ার প্রত্যাশা সবার। তোমরা শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তোমরাই এ দেশকে নেতৃত্ব দেবে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তাহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী, মো. জিয়াউর রহমান, ফারজানা আক্তার, মো. হানিফ মিয়া, প্রদর্শক মো. মুঞ্জুর হোসেন পাটওয়ারী, জ্যেষ্ঠ প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া, মাহবুবুর রহমান, মোসা. মনোয়ারা খাতুন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা বেগম, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সিনিয়র শিক্ষক মো. ইদ্রিস আলী, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লুৎফুর রহমান, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, মো. সাইফুল ইসলাম, মো. রবিউল আওয়াল খান, ইংরেজী শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, বাংলা শিক্ষক সুমন চন্দ্র সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নেছার আহমেদ খান, মাও. আব্দুল মান্নান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দিদার হোসেন মিজি, শামীমা আক্তার, শাহিনা আক্তার, নাজিয়া মাহবুব, মো. কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, মো. নজরুল ইসলাম মিজি, মোহসিনা আক্তার, রুকাইয়া খাতুন, তানজিনা খানম, তানিয়া আক্তার, মো. ইয়াছিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো. মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো. রানা সরকার, অফিস সহকারী মোহাম্মদ মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাও. মামুন হোসাইন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. হযরত আলী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির রূপা রাণী দাস।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়