রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩১

ফরিদগঞ্জের ইসলামপুর ইসলামিক মিশন পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের ইসলামপুর ইসলামিক মিশন পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

শুধু ইসলামী মিশন নাম হওয়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে ১৯৮৮ সালে স্থাপিত ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর ইসলামিক মিশন হাসপাতালটি বন্ধ হওয়ার পথে। হাসপাতালের চিকিৎসকসহ স্টাফ সংখ্যা ১৪জনের স্থলে এসে দাঁড়িয়েছে ৩জন। হয়নি গত দেড় দশকে কোনো সংস্কার কাজ। ফলে জরাজীর্ণ আর জনবল সংকটের কারণে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে ইসলামিক মিশন নামক সেবাকেন্দ্রটি।

গত ১ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সরজমিনে পরিদর্শনে আসেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে তিনি মিশন পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ইফার মহাপরিচালক বলেন, এ সেবা কেন্দ্রটির নানান সমস্যার কথা সম্প্রতি জানতে পেরেছি। আজকে সরজমিন পরিদর্শনে এসে বুঝতে বাকি নেই এ অঞ্চলের মানুষ কতটা অবহেলিত ইসলামিক মিশনের জনবল সংকট, জরাজীর্ণতা ও নানান সমস্যার কারণে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই ইসলামিক মিশনে পূর্ণ জনবল নিয়োগ ও ভবনের দৃশ্যমান সংস্কারসহ নানান সমস্যা সমাধান করবো। আশাকরি স্বল্প সময়ের মধ্যে এ অঞ্চলের জনগোষ্টি তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে।

এ সময় ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগের উপসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, উপ-সচিব (অতি. দা.) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, ইসলামপুর ইসলামিক মিশনে অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. মো. কামাল হোসেন, ইসলামিক মিশন ট্রাস্টের এক্সিকিউটিভ আবুল খায়ের ফরায়েজীসহ ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের আগমনের খবরে স্থানীয়রা ছুটে এসে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। স্থানীয়দের পক্ষে কথা বলেন ইসলামিক মিশন ট্রাস্টের এক্সিকিউটিভ আবুল খায়ের ফরায়েজী প্রমুখ।

উল্লেখ, প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, রোগ নির্ণয় ও ঔষধ প্রদান, দুঃস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ প্রদান, মসজিদ ভিত্তিক মক্তবে শিক্ষা প্রদান, দারিদ্র দূরীকরণ ও আর্থিক সচ্ছলতা অর্জনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণদান, নিরক্ষরতা দূরীকরণসহ বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ততকালীন ধর্ম, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মাওলানা এম এ মান্নানের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় দেশের বিভিন্ন স্থানের মতো ফরিদগঞ্জের ইসলামপুর গ্রামে এই সেবা কেন্দ্রটি স্থাপিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়