রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে আজ সকাল ১০টায় হাজী শফিকুর রহমানের জানাজা
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র আহ্বায়ক মরহুম হাজী মোঃ শফিকুর রহমানের কফিন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টায় বিমানবন্দরে মরহুম হাজী মোঃ শফিকুর রহমানের কফিন গ্রহণ করেন এবং তাৎক্ষণিক মরহুমের জন্য দোয়া করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের নির্বাহী সদস্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ সুজন, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রুবেল, ৫নং গুপ্টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ জমাদার ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারী, ১নং বালিথুবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মামুন বকাউল, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম, ৮নং পাইকপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মিলন, ১১নং চরদুঃখিয়া ইউনিয়ন যুবলীগ নেতা কামাল হোসেন, মরহুম হাজী শফিকুর রহমানের ছোট ভাই ইমন ও মুন্নাসহ আরো নেতৃবৃন্দ এবং আত্মীয়-স্বজন।

মরহুম হাজী সফিকুর রহমানের প্রথম জানাজার নামাজ আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠ এবং দ্বিতীয় জানাজা সকাল ১১টায় উপজেলার চরমুথুরা গ্রামের জমাদার বাড়ির মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৭টায় সৌদিআরবের রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় হাজী সফিকুর রহমান মারা যান। সৌদিআরবে ওমরা পালন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়