রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

শাহতলীতে প্রাক্তন অধ্যক্ষ মরহুম আমিন উল্লাহর চেহলাম সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ ও বাকিলা ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মরহুম এ.এফ.এম আমিন উল্লাহ’র চেহলাম উপলক্ষে শাহতলীস্থ বাড়িতে কোরআন খতম, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মরহুমের শাহতলীস্থ নিজ বাড়িতে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ আহম্মদিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান।

দোয়া অনুষ্ঠানের পূর্বে শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মরহুমের জামাতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ছালেহ আহমাদ।

উপস্থিত ছিলেন ঢাকা পিজি হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ সালমা আক্তার মুনমুন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, বাকিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওমর ফারুক, সালেহাবাদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছগির হোসেন, বেলচো ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, রামপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, বিষ্ণুদী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন, বিআরডিবির সাবেক উপজেলা কর্মকর্তা (অবঃ) মোঃ ছলেমান মুন্সি, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার (অবঃ) মোঃ আব্দুল কাদের হাজরা, মরহুমের ভায়রা ব্যবসায়ী রফিকুল ইসলাম খান, সময় টিভির চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টার ফারুক আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।

দোয়া ও মিলাদের পূর্বে মরহুমের কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ আমিন উল্লাহ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছে প্রায় ৮২বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়