রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মিজানুর রহমান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন
অনলাইন ডেস্ক

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রতিশ্রুতিশীল লেখক মিজানুর রহমান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস ‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’। বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশনী। ঢাকায় অমর একুশে বইমেলার ৫৯৭-৫৯৮ নম্বর স্টল ও চট্টগ্রাম বইমেলায় ১২৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’ বইটি মূলত চাঁদপুর, হাজীগঞ্জ ও কুমিল্লা অঞ্চলের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। চাঁদপুর ও হাজীগঞ্জ অঞ্চলের তৎকালীন দুর্ধর্ষ রাজাকার বাচ্চুর মুক্তিযুদ্ধকালীন চরম নৃশংসতা বাস্তবতার নিরিখে উপন্যাসে তুলে ধরা হয়েছে। ক’জন মুক্তিযোদ্ধার দেশপ্রেমের প্রেরণায় উদ্বুদ্ধ রণাঙ্গনের কাহিনি ছাড়াও মুক্তিযুদ্ধের সামগ্রিক প্রেক্ষাপট, বঙ্গবন্ধু ও স্বাধীনতা পরবর্তীতে বীরাঙ্গনাদের অপ্রাপ্তি এবং সবশেষে জাতির পিতার কন্যা শেখ হাসিনার উদারতাকে প্রকাশ করা হয়েছে।

মিজানুর রহমান রানা ১৯৯৪ সাল থেকে লিখে চলেছেন। তিনি স্থানীয় দৈনিক চাঁদপুর কণ্ঠের সাহিত্য পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন। এছাড়াও দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক চাঁদপুর সংবাদের যুগ্ম সম্পাদক, দৈনিক মেঘনাবার্তার বার্তা সম্পাদক, চাঁদপুর টাইমস্-এর সম্পাদক ছিলেন। বর্তমানে চাঁদপুর রিপোর্টের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম ‘নীল জোছনা’। এটি লেখার পর বার বছর বিরতি নিয়ে এবারের বইমেলায় প্রকাশ করেছেন ‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’ বইটি।

১৯২ পৃষ্ঠার বইটির মূল্য ৪৮০ টাকা। তবে রকমারীতে ১২০ টাকা ছাড়ে ৩৬০ টাকায় বিক্রয় হচ্ছে। বইটির প্রকাশক ও প্রচ্ছদ শিল্পী জসিম উদ্দিন ভূঁইয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়