বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদেরও ভূমিকা থাকতে হবে
স্টাফ রিপোর্টার ॥

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত বলেছেন, নারী সমাজ নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে মেয়ে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে অল্প বয়সী মেয়েরা পরিবার ছেড়ে অচেনা বেকার যুবকের সাথে চলে যাচ্ছে। তাই প্রযুক্তির সম্পর্কে জেনে শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন তুলে দিবেন অভিভাবকরা। এই প্রযুক্তি সম্পর্কে আমাদের বেশিরভাগই জানা নেই। তাই প্রযুক্তি ব্যবহারের আগে তার সম্পর্কে আগে অবগত হতে হবে।

গতকাল সোমবার (৩০ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদীর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

উত্তর শাহতলী জোবাইদা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।

আরো বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিল্লাল হোসাইন, শাহমাহমুদপুর ইউপির সংরক্ষিত সদস্য ফিরোজা বেগম, মধ্য কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার। বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী লাখী আক্তারের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও রুবিনা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া আক্তার ও রাহেলা আক্তার শান্তা।

উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য শফিক কারী, ইউপি সদস্য বিল্লাল হোসেন খান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরুননেছা, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, দিপঙ্কর দে, মোঃ নেছার আহমেদ, আব্দুল মান্নানসহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বিলাল হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়