প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:০০
গতকাল ১৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৫তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জোড়পুকুর পাড়স্থ পার্টি কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড মঞ্জুর আলম মিঠু, সিপিবি চাঁদপুর জেলা সভাপতি জাকির হোসেন মিয়াজী, সাম্যবাদী আন্দোলনের জেলা পাঠচক্র ফোরামের সদস্য কমরেড মিজান গাজী, গিয়াস উদ্দিন অমিত, চন্দন কুমার দাস ও সাদ্দাম মাহমুদ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়ক কমরেড আজিজুর রহমান। পরিচালনা করেন সাদ্দাম হোসেন। আলোচনা সভায় বক্তারা রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে বলেন, ১০৫ বছর আগে ১৯১৭ সালে রাশিয়ায় কমরেড লেলিনের নেতৃত্বে প্রথম শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিলো। গড়ে তুলেছিলো সাম্য, মানবিক মর্যাদার সমাজ। মানুষের শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিয়ে অনুন্নত রাশিয়াকে খুব অল্প সময়ে সমস্ত দিক থেকে উন্নত করে তোলেন কমরেড লেলিন। বক্তারা বলেন, আজকে যারা সামাজিক বিপ্লব সংঘটিত করতে চায় তাদেরকে অবশ্যই রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের সফলতাণ্ডব্যর্থতাকে নির্মোহভাবে মূল্যায়ন করে করণীয় ঠিক করতে হবে। বক্তারা আওয়ামী সরকারের দেশ পরিচালনার নীতিকে সমালোচনা করে বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সার এবং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কৃষি উৎপাদন ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু কৃষক ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। ফলে গোটা দেশে অসহায় মানুষের সংখ্যা বাড়ছে। আর অন্যদিকে একদল মানুষ অঢেল সম্পদের মালিক হচ্ছে। বক্তারা বলেন, এই শোষণের সমাজ থেকে মুক্তির একমাত্র পথ সমাজতন্ত্র সাম্যবাদ। আগামী দিনে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।