প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৫
মতলবের ঘোড়াধারীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
![মতলবের ঘোড়াধারীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন](/assets/news_photos/2025/02/10/image-58818-1739201833bdjournal.jpg)
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী এলাকায় পারিবারিক বিষয়কে পুঁজি করে অপপ্রচার করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই পরিবারের সদস্য মো. ইসমাইল হোসেন রনি, হাফেজ আ. আজিজ, আব্দুল কাদির, আব্দুল জব্বার, মাকসুদা বেগম, মো. ওসমান গনি ও মো. রাসেল মিয়াজী। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে ঘোড়াধারী গ্রামের মিয়াজী বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন রনি বলেন, প্রিয় উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। গত ক'দিন আগে পত্রিকায় আমার এবং আমাদের পরিবারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অবাস্তব সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা হচ্ছে : আমার বাবা-চাচারা আট ভাই। পারস্পরিক ও সামাজিকভাবে চলতে গিয়ে আমাদের মাঝে মনোমালিন্য হয়। তারই অংশ এটি। এটা আমাদের মাঝে সামান্য ভুল বোঝাবুঝি মাত্র।এ ব্যাপারে আব্দুল আজিজ মিয়াজী বলেন, আমার ভাতিজা মো. ইসমাইল হোসেন রনির সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে তা আমাদের মধ্যে সমাধানের সিদ্ধান্ত হয়।কয়েকজন সংবাদকর্মী বাড়িতে এসে জানতে চাইলে আমরা বলেছি, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা খবরের কাগজে যাওয়ার মতো কোনো ঘটনা নয়। পরে তারা চলে গিয়ে তৃতীয় পক্ষের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে এ অপপ্রচার করে বাড়ির সুনাম ক্ষুণ্ন করেছে।আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এ মিথ্যা ঘটনাটি সাজিয়ে অপপ্রচার করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।