প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১
ফরিদগঞ্জে চল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক।। সহকারী শিক্ষকও নেই ১২০ পদে
ফরিদগঞ্জে ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টি বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক। আর সহকারী শিক্ষকের ১৩৩৫টি পদের মধ্যে ১২০টি পদ রয়েছে শূন্য। ফলে স্কুলগুলোতে প্রশাসনিক ও শিশুদের পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
|আরো খবর
অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থীরা শিক্ষকের অভাবে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া এখানে এ সমস্যা নিরসনে বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে না। অপরদিকে অনেক শিক্ষক প্রশিক্ষণে থাকায় এই সঙ্কটের মাত্রা বেড়েই চলেছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট শূন্যপদের তালিকা পাঠানো হয়েছে। আশা করি কম সময়ের মধ্যে এ সমস্যা নিরসন করা যাবে। তবে সহকারী শিক্ষা কর্মকর্তার ৫টি পদ শূন্য থাকায় স্বাভাবিক অফিস কার্যক্রম চালাতে ও স্কুলগুলো নিয়মিত পরিদর্শন করাতে না পারায় শিক্ষার মান ঠিক রাখা কষ্ট হচ্ছে বলে জানান তিনি। সূত্র : দৈনিক ইত্তেফাক।