প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:০০
![মোহনপুর ইউপির উপ-নির্বাচন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা](/assets/news_photos/2022/11/20/image-26217.jpg)
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের উপনির্বাচন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শনিবার সকালে মোহনপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানের বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য, মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর ইউনিয়নের উপনির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে দেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান।
মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেসমিন আক্তারের পরিচালনায় আরও বক্তব্য দেন সদরঘাট শ্রমিকলীগ নেতা মানিক কাজী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার, রাহিমা, আসমা, সালেহা, জাহানারা, মমতাজ, রেহেনা, সামসুন্নাহার, খোদেজা, সাজেদা, পারুল, কোহিনুর ও জেসমিন প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের মৃত্যুর পর গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার আইনের ৩৫(১)(ঙ) ধারা অনুযায়ী চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।