সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:০০

থমথমে বহরিয়া ও লক্ষ্মীপুর বাজার ॥ ৭ বস্তা ইটের টুকরো ও কাচের বোতল উদ্ধার
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বহরিয়া ও লক্ষ্মীপুর বাজার এলাকা এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। পুনরায় মারামারি করার জন্যে প্রস্তুতি নিয়ে রেখেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এদিকে ১৯ নভেম্বর শনিবার দুপুরে বহরিয়া থেকে মারামারিতে ব্যবহার করার জন্য এক পক্ষের মজুদ করে রাখা ৬/৭ বস্তা ইটের টুকরা এবং কাচের বোতল উদ্ধার করেছে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সামছুল আলম।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, শুক্রবারের সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই অভিযোগ না করায় মামলা হয়নি। থানা ও ফাঁড়ি পুলিশ উপস্থিত থাকায় সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক।

এলাকা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামী লীগের দু’টি গ্রুপ রয়েছে। শুক্রবার বিকেলে বহরিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ প্রস্তুতি সভা আহ্বান করে। দলীয় নেতা-কর্মীরা বহরিয়া বাজার রাস্তার পাশে খোকন রাঢ়ির দোকানের সামনে জড়ো হয়। এক পর্যায়ে মিছিল ও শ্লোগান দেয়া নিয়ে সেলিম চেয়ারম্যানের সমর্থক আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে নান্নু হাজী ও সফিক গাজীর নেতৃত্বাধীন স্থানীয় আওয়ামী লীগের অপর গ্রুপের মধ্যে উত্তেজনা, ইট-পাটকেল নিক্ষেপ ও সংষর্ষ বেঁধে যায়।

বহরিয়া বাজার রাস্তার উপর থেকে এ সংঘর্ষ বড় বাড়ি তিন রাস্তার মোড় এবং আশপাশের গ্রামীণ রাস্তায় ছড়িয়ে পড়ে। এ সময় মারামারিতেলিপ্তদের হাতে ছিল টেঁটা, লোহার রড, দা, ছেনি, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র¿। প্রায় ঘন্টাখানেক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পুরাণবাজার-বহরিয়া-হরিণা-চান্দ্রা-হাইমচর সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যাত্রী সাধারণ, পথচারী ও গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়